Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে চিংড়াখালী ইউনিয়ন

ইউনিয়ন স্থাপনের তারিখ
১৯৬১ খ্রিঃ।

ইউনিয়নের ইতিহাস
কালের স্বাক্ষী বহনকারী বলেশ্বর নদীর তীরে গড়ে ওঠা মোড়েলগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চিংড়াখালী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ চিংড়াখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

অবস্থান
ইউনিয়নের উত্তরে রামচন্দ্রপুর ও হোগলাপাশা ইউপি, দক্ষিণে জিয়ানগর, পূর্বে পোলেরহাট বাজার ও দৈবজ্ঞহাটী ইউপি এবং পশ্চিমেবলইবুনিয়া ইউপি অবস্থিত।

আয়তন ও গঠন
আয়তন ৬.৬৭১ বর্গ কিলোমিটার। চিংড়াখালী ইউনিয়ন ৭টি মৌজা ও ১৫টি গ্রাম নিয়ে গঠিত। ওয়ার্ডওয়ারী গ্রামের নামসমূহঃ

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উত্তর চিংড়াখলী
২নং ওয়ার্ড মধ্য চিংড়াখালী
৩নং ওয়ার্ড দক্ষিন চিংড়াখালী
৪নং ওয়ার্ড সিংজোর, গোপালপুর, চর গোপালপুর
৫নং ওয়ার্ড চন্ডিপুর
৬নং ওয়ার্ড পূর্ব চন্ডিপুর
৭নং ওয়ার্ড পাথুরিয়া, বড় জামুয়া, ঢেপুয়ারপাড়
৮নং ওয়ার্ড জামুয়া, ছোট জামুয়া
৯নং ওয়ার্ড ধরাদোয়া, কাছিকাটা

 

জনসংখ্যা
মোট জনসংখ্যা ২৯,০০১ জন (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী)। তন্মধ্যে পুরুষ ১৫, ৫২২ জন, মহিলা ১৩,৪৭৯ জন। মোট খানার সংখ্যা ৫৯৭৯ টি। জনগণের আয়ের উৎস ধান/পান/মৎস্য ঘের/নারকেল/সুপারি/ব্যবসা/চাকুরী।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার হার ৬৫%। প্রাথমিক বিদ্যালয় মোট ১৯টি (সরকারী ১৪টি, বেসরকারী রেজিষ্টার্ড ৯টি), মাধ্যমিক বিদ্যালয় ৪টি, আলিম মাদ্রাসা ১টি, দাখিল মাদ্রাসা ৩টি ও হাফেজিয়া মাদ্রাসা ৪টি।

কৃষি
মোট জমি ৮৪৯০ একর, নীট ফসলী জমি ১৩১২ একর। এক ফসলী জমি ১১২০ একর, দুই ফসলী জমি ১৯২ একর। বিসিআইসি সার ডিলার ৪ জন।

স্বাস্থ্য
পরিবার কল্যাণ কেন্দ্র ১টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১টি, কমিউনিটি ‍ক্লিনিক ২টি, স্যাটেলাইট ক্লিনিক ১টি|

যোগাযোগ ব্যবস্থা
মোটামুটি উন্নত। পাকা সড়ক প্রায় ০  কিলোমিটার, এইচ বি রাস্তা ৮৭ কিলোমিটাড়, কাঁচা সড়ক ১৬৯ কিলোমিটার, ব্রীজ ২ টি। জেলা সদর থেকে পাকা সড়ক পথে উপজেলার এবং ইউনিয়ন পরিষদে প্রায় সারাবছরই মোটরযান চলাচলের উপযোগী পাকা রাস্তা রয়েছে।

পোষ্টাল ও টেলিযোগাযোগ সুবিধা
ডাকঘর ৩টি, পোষ্টালকোড-  ৯৯১১/৯৯২২।
সরকারী/অন্যান্য প্রতিষ্ঠান
ইউনিয়ন ভূমি অফিস ১টি, হাট-বাজার ৬টি, খেলার মাঠ ৫টি, খোঁয়ারের সংখ্যা ৩টি ।

ধর্মীয় প্রতিষ্ঠান
মসজিদ ৪৮টি, মন্দির ১৪টি।

নির্বাচন সংক্রান্ত
নির্বাচনী এলাকাঃ ৯৮ বাগেরহাট -৪, নির্বাচনী সীমানাঃ মোড়েলগঞ্জ উপজেলা ও শরনখোলা উপজেলা, মোট ভোটার সংখ্যা ২৫৬৫১ জন, পুরুষ ভোটার সংখ্যা ১৮২০ জন, মহিলা ভোটার সংখ্যা ৭৮৩১ জন।